৫৯ দিনের অবকাশের পর একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
এর আগে গত ১২ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ২০তম অধিবেশন আহ্বান করেন।
আগের ১৯তম অধিবেশনটি মাত্র পাঁচটি বৈঠকের পর গত ০১ সেপ্টেম্বর মূলতবি করা হয়েছিল।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুসারে, দু’টি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি সময় বিরতি দেয়া যাবে না।
—-ইউএনবি
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র