April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 30th, 2022, 8:17 pm

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু

ফাইল ছবি

৫৯ দিনের অবকাশের পর একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এর আগে গত ১২ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ২০তম অধিবেশন আহ্বান করেন।

আগের ১৯তম অধিবেশনটি মাত্র পাঁচটি বৈঠকের পর গত ০১ সেপ্টেম্বর মূলতবি করা হয়েছিল।

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুসারে, দু’টি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি সময় বিরতি দেয়া যাবে না।

—-ইউএনবি