September 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 15th, 2021, 7:30 pm

একা একা অনুশীলন করছেন মুশফিক

অনলাইন ডেস্ক :

পাকিস্তান দল মিরপুর একাডেমিতে সকাল দশটা থেকেই অনুশীলন করেছে। অন্যদিকে বাংলাদেশ দল মিরপুরের মূল মাঠে অনুশীলনে নামে বেলা ১২টায়। সেখানে জাতীয় দলের বাইরে কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন লিখন, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমনসহ বেশ কিছু খেলোয়াড় থাকলেও মুশফিকুর রহিম ছিলেন না। প্রশ্ন উঠতেই পারে কেন? আসলে দলের সবাই সূচি অনুযায়ী অনুশীলনে নামলেও মুশফিক নিজের অনুশীলন সেরে ফেলেছেন সবার আগেই। তবে এই অনুশীলনের ধরণটা ছিল কিছুটা সন্দেহপূর্ণ! মুশফিক দলের সঙ্গে অনুশীলনতো দূরের কথা ওয়ার্মআপ কিংবা ফিল্ডিং অনুশীলনও করেননি। সোমবার সকাল নয়টায় মিরপুরে এসে হালকা জিম করে ইনডোরে চলে যান এই উইকেটকিপার ব্যাটার। সেখানে কিছুক্ষণ ব্যাটিং করে চলে যান ড্রেসিংরুমে! মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের কাছে জানতে চাইলেও তিনি জানান, মুশফিক ড্রেসিংরুমে, হয়তো বিশ্রাম নিচ্ছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকছেন না মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার নাকি টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন। এই কারণে মূল স্কোয়াডে তাকে বিবেচনাও করা হচ্ছে না। মুশফিক তাই দলের বাইরে একাকী অনুশীলন করে যাচ্ছেন। সোমবার বিকাল নাগাদ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করার কথা। মুশফিক ছাড়াও বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন লিটন দাস ও সৌম্য সরকার, এমনই আভাস পাওয়া যাচ্ছে। এ ছাড়া ইনজুরির কারণে এমনিতেই সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসান সোহানের থাকার সম্ভাবনা নেই।