April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 13th, 2023, 8:03 pm

একা পর্বতারোহণে নেপালের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক :

পর্বতারোহণের জন্য আরোহীদের কাছে অন্যতম প্রিয় দেশ নেপাল। তবে দেশটির কোনো পর্বতে আর একা একা আরোহণ করতে পারবেন না কেউ। এভারেস্টে একা আরোহণে নিষেধাজ্ঞা আরোপের পাঁচ বছর পর যেকোনও পর্বতে একা আরোহণে নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করলো দেশটির সরকার। বিশ্বের উচ্চতম আটটি পর্বতের দেশ নেপাল। শুধু উঁচু ঊঁচু পর্বতই নয়, পর্বতগুলোতে আরোহণের সময় দেখা মেলে নয়নাভিরাম গ্রামীণ দৃশ্যের। একা পর্বোতারোহণ করতে ভালোবাসেন অনেকেই। তবে দেশটির প্রত্যন্ত অঞ্চলের পাহাড়গুলোতে আর একা ট্র্যাকিং করা যাবে না, যেতে হবে দলবল নিয়ে অথবা সঙ্গে রাখতে হবে সরকারি লাইসেন্সপ্রাপ্ত কোনো গাইডকে। দেশটির অন্যতম বৃহৎ আয়ের উৎস এই ট্র্যাকিং শিল্প। নেপাল পর্যটন বোর্ডের পরিচালক মানি র. লামিচানে বলেন, ‘একা ভ্রমণ করলে বিপদের সময় সাহায্য করার মতো কেউ থাকে না। যখন কোনো পর্যটকের খোঁজ পাওয়া যায় না অথবা মৃত পাওয়া যায়, তখন সরকারেরও তাদের খুঁজে পেতে সমস্যা হয়।’ এছাড়া দেশটিতে লাইসেন্সবিহীন ভ্রমন গাইড ও কোম্পানির সংখ্যা বেড়েছে। লামিচানের ভাষ্যমতে, কর ফাঁকি দেওয়ার পাশাপাশি তারা নেপালের জনগনের কর্মসংস্থানের সুযোগও বিনষ্ট করছে। তবে এ বিষয়ে পর্বোতারোহী ও আরোহণের সঙ্গে যুক্ত সম্প্রদায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। নেপালের একটি স্বনামধন্য গাইড কোম্পানির মালিক ইয়ান টেইলর বলেন, ‘সময়ের সঙ্গে অবস্থার পরিবর্তন হয়েছে। আগে পর্বোতারোহণে দক্ষ হাইকাররাই শুধু এখানে আসতেন যারা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এখন এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসেন, তাই তাদের জন্য গাইড আবশ্যক।’
সূত্র: সিএনএন