November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 12th, 2023, 7:53 pm

একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ ২টি প্রতিষ্ঠান ও ১৯ ব্যক্তিত্ব

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং দুটি প্রতিষ্ঠান এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পাচ্ছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রবিবার তাদের নাম ঘোষণা করেছে।

ভাষা আন্দোলনে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন- খালেদা মনযুর-এ-খুদা, মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর) এবং হাজী মোহাম্মদ মজিবর রহমান।

এছাড়া অভিনয়ে অবদানের জন্য- মাসুদ আলী খান ও শিমূল ইউসুফ এবং সঙ্গীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর) নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, একুশে পদকের জন্য জয়ন্ত চট্টোপাধ্যায় (শিল্পী), নওয়াজীশ আলি খান (শিল্পী) এবং কনক চাঁপা চাকমা (শিল্পী)।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য- মমতাজ উদ্দিন (মরণোত্তর), সাংবাদিকতার জন্য শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণার জন্য আব্দুল মজিদ, শিক্ষার জন্য অধ্যাপক ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় সাইদুল হক, অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) নির্বাচিত হয়েছেন। রাজনীতির জন্য (মরণোত্তর), রাজনীতির জন্য আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ড. মনিরুজ্জামান।

এছাড়া পুরস্কারের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সমাজসেবার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন-এ দুটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে।

—-ইউএনবি