November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 10th, 2022, 8:04 pm

এক গানে বাজিমাত করলেন অনিমেষ রায়

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের আদি জনগোষ্ঠী হাজং। তাদের নিজস্ব বর্ণমালা নেই। লোকজনের মুখে মুখে টিকে আছে সে ভাষা। এমন ভাষায় গান গেয়ে আলোচনায় এসেছেন অনিমেষ রায়। সম্প্রতি কোক স্টুডিও বাংলায় তার গাওয়া ‘নাসেক নাসেক’ শিরোনামের গান ভাষাটিকে পৌঁছে দিয়েছে বিশ্বের নানা প্রান্তে। তাই তো অনিমেষ বলেন, ‘ভাষা ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে গান। আমি সে চেষ্টাই করছি। কোক স্টুডিওতে নিজের ভাষায় গাইতে পারব ভাবিনি। এ গানচিত্র দেখে পরিবার ও কাছের মানুষজন তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। সাধারণ দর্শকও আমার বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করছেন।’ নিজের লেখা ও সুর করা গান গেয়ে মাতিয়েছেন অনিমেষ। সঙ্গে পেয়েছেন পান্থ কানাইকে। মুগ্ধতার কথা জানিয়ে অনিমেষ বলেন, ‘পান্থ দা আমাকে সাহস দিয়েছেন। বলেছেন প্রাণ খুলে গাইতে হবে। এ জন্যই গানচিত্রে জড়তা ছাড়াই পারফর্ম করতে পেরেছি। তাছাড়া গত কয়েক মাস এই টিমের সাথে আছি। সবার সাথেই সুসম্পর্ক গড়ে উঠেছে।’ পেছাটবেলা থেকে গান করেন অনিমেষ। তবে বছর দুই আগে ইউটিউব চ্যানেল খুলে গান করা শুরু করেন দর্শকের জন্য। সেখানে নিয়ম করে নিজের গান আপলোড করছেন। এই চ্যানেলে গান দেখেই মূলত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব খুঁজে নেন তাকে। সেই স্মৃতি স্মরণ করে অনিমেষ বলেন, ‘আমি হাজং সম্প্রদায়ের জানার পর আমাদের ভাষায় কোনো গান আছে কি না জানতে চান অর্ণব দা। আমি তাকে জানাই নিজের কথা। অনেকগুলো গান শুনে ‘নাসেক নাসেক’ গানটি বেছে নেন তিনি। যার অর্থ ‘নাচো নাচো’।’ নিজের ইউটিউব চ্যানেলে ফোক গান প্রকাশ করেন অনিমেষ। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৯০ হাজার। কোক স্টুডিওর আগে পার্থ বড়ুয়ার তত্ত্বাবধানে ‘আইপিডিসি আমাদের গান’-এ নিজের লেখা ও সুরে গান করেছেন তিনি। এরপরই গাইলেন ‘কোক স্টুডিও বাংলা’র জন্য। বর্তমানে ত্রিশালের কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে লোকসংগীতে মাস্টার্স করছেন। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বগাঝড়া গ্রামে অনিমেষের জন্ম। অনিমেষ গান করেন ভালোবেসে। তার বাবা-মা, দাদা প্রত্যেকে গান করেন।