March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 8th, 2021, 8:09 pm

এক বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন ইসিবি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক :

দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন ইংল্যান্ড এ- ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর। এর আগে গত বছরের ডিসেম্বরে পাঁচ বছরের চুক্তিতে তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ২০২০ সালের ১ ডিসেম্বর ইসিবির চেয়ারম্যান হয়েছিলেন ইয়ান ওয়াটমোর। তার চুক্তি ছিল আগামী ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু মাত্র ১০ মাসের মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। কারণ হিসেবে ওয়াটমোর বলেন, দুঃখের সহিত জানাচ্ছি, ‘আমি ইসিবি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। সম্পূর্ণ ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত। আমার নিজের ভালো থাকা ও ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণেই। মহামারিতে আমার ভূমিকা ও চাহিদায় নাটকীয় পরিবর্তন এসেছে। যা আমাদের সকলের ভাবনার চেয়েও ভিন্ন। এই বিষয়টি ব্যক্তিগতভাবে আমাকে চাপে ফেলেছে।’ ইসিবির সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘বোর্ড ও আমার সম্মিলত সিদ্ধান্ত এটা। মহামারির পরে অন্য চেয়ারম্যানের অধীনে বোর্ড ভালোভাবে চলবে বলেই বিশ্বাস করি।’ এদিকে, অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে ইসিবির দায়িত্ব পালন করবেন ডেপুটি চেয়ারম্যান ব্যারি ও’ব্রায়েন।