April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 9th, 2022, 8:12 pm

এক ম্যাচে তিন কীর্তি গড়লেন বাবর

অনলাইন ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুলতানে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৩০৬ রান তাড়া করা পাকিস্তানের জয়ের নায়ক অধিনায়ক বাবর আজম। ১০৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ম্যাচে তিনটি কীর্তি স্থাপন করেছেন পাক অধিনায়ক। ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ১৭টি সেঞ্চুরির নজির স্থাপন করলেন বাবর। ১৭টি শতক হাঁকাতে তাঁর লেগেছে মাত্র ৮৫ ইনিংস। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ভারতের বিরাট কোহলি ১৭তম শতকের দেখা পেয়েছিলেন যথাক্রমে ৯৮ ও ১১২তম ইনিংসে। এ ছাড়া ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরির কীর্তি দুবার গড়লেন বাবর। এই সংস্করণে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়ে বাবর আজম ছাড়িয়ে গেলেন ভারতের বিরাট কোহলিকেও। অধিনায়ক হিসেবে এক হাজার রান করতে কোহলির লেগেছিল ১৭ ইনিংস আর বাবরের লেগেছে মাত্র ১৩ ইনিংস। ওয়ানডেতে রীতিমতো রানের বন্যা বসিয়ে দিচ্ছেন পাক অধিনায়ক। গত পাঁচ ম্যাচের চারটিতেই পেয়েছেন শতকের দেখা। ৮৭ ম্যাচ শেষে বাবরের মোট রান ৪,৩৬৪, গড় ৫৯.৭৮। ১৭ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৮টি অর্ধশতক।