অনলাইন ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ৪০ রান ও আফিফ হোসেন ২০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ফখর জামানের সপ্তম টি-টোয়েন্টি ফিফটি পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ফখর জামানের অপরাজিত ৫৭ রানে ভর করে ১১ বল বাকি থাকতেই আট উইকেটে জয় নিশ্চিত করে বাবর আজমের দল।
৫১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন ফখর এবং ম্যাচ সেরা প্লেয়ারও হন তিনি। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৩৯ রান।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম।
এ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সোমবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান