অনলাইন ডেস্ক :
রোববার থেকে পরিপূর্ণ দায়িত্ব পালন শুরু করবেন ভারতীয় সীমিত ওভার ক্রিকেট দলের নবনিযুক্ত অধিনায়ক রোহিত শর্মা। এদিন নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। ক্রিকেট বিশ্বের প্রথম দল হিসেবে ভারত এক হাজার ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। তিন ম্যাচ সিরিজের প্রথম এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বের সর্ববৃহৎ আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে। করোনা মহামারীর কারণে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী স্পোর্টস স্টারকে বলেছেন, ‘ভারতের ৫০০তম ওয়ানডে ম্যাচের নেতৃত্বে ছিলাম আমি। এটি ভারতীয় ক্রিকেটের জন্য বিশাল এক মুহূর্ত। তবে দুর্ভাগ্যের বিষয়, দর্শকশূন্য মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ‘উল্লেখ্য, সৌরভের নেতৃত্বে ভারতীয় দল ৫০০তম ওয়ানডে খেলেছিল ২০০২ সালে ইংল্যান্ডের চেস্টারলিতে। ইতোমধ্যে অবশ্য কোভিড হানা দিয়েছে স্বাগতিক শিবিরে। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় আইসোলেশনে চলে গেছেন শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার ও রুতুরাজ গায়কোয়াড়। বদলি হিসেবে স্কোয়াডে ঢুকেছেন মায়াঙ্ক আগারওয়াল। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে খেলতে পারেন তিনি। অবশ্য ওপেনিংয়ে সহ অধিনায়ক লোকেশ রাহুলেরও খেলার সম্ভাবনা আছে। ভারতের হোম সুবিধা থাকলেও ক্যারিবিয়দের সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে দারুনভাবে উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন দলে পুনরায় ডাক পেয়েছেন পেসার কেমার রোচ। তবে স্পটলাইট থাকবে আরেক পেসার জেসন হোল্ডারের ওপর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজজয়ী টি-টোয়েন্টি ম্যাচে তিনি চার বলে হ্যাট্রিকসহ চার উইকেট তুলে নিয়েছিলেন। ইএসপিএনক্রিকইনফোকে হোল্ডার বলেন, ‘আমার দৃষ্টিতে এই দলটিই সবচেয়ে বেশি সময় ধরে একত্রে আছে। ড্রেসিংরুমে আমাদের বৈঠকে আমি যে আকাক্সক্ষা তাদের মধ্যে দেখেছি, সেটা এর আগে আমি কখনো দেখিনি। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা