November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 5th, 2022, 7:57 pm

এখনো অপমান ভুলতে পারেননি ওয়ার্নার

অনলাইন ডেস্ক :

আইপিএলের গত আসরটি ডেভিড ওয়ার্নারের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। যে সানরাইজার্স হায়দরাবাদকে তিনি শিরোপা জিতিয়েছিলেন, সেই ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়। এমনকি দল থেকেও বাদ দেওয়া হয় ওয়ার্নারকে। সেই ক্ষত এখনো থেকে গেছে ওয়ার্নারের মনে। মাঝেমধ্যেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অজি ওপেনার। এবার সাবেক অজি গতি তারকা ব্রেট লির সঙ্গে আলাপচারিতায় তিনি ফের ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ওয়ার্নার। দলকে বিশ্বকাপ জিতিয়ে তিনি বুঝিয়ে দেন, ছন্দে থাকলে তাঁর কাছে অসম্ভব বলে কিছু নেই। আইপিএলে নেতৃত্ব হারিয়ে তাঁর খুব খারাপ লেগেছিল। ব্রেট লিকে ওয়ার্নার বলেন, ‘গত বছর আইপিএলে নেতৃত্ব চলে যাওয়ার পর মানসিকভাবে ধাক্কা লেগেছিল। ভেবেছিলাম আমার পরিসংখ্যানের দিকে নজর দেওয়া উচিত। তবে এই বিষয়ে নিয়ে কিছু বলা বা পোস্ট করার মতো কিছু করিনি। ‘এবারের আইপিএলে ওয়ার্নার নতুন কোনো দলে খেলবেন। তাঁর ভিত্তিমূল্য দুই কোটি রুপি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্নারের পারফরম্যান্সে তাঁর দাম নিশ্চয়ই আরো বেড়ে যাবে। ওয়ার্নার বলেন, ‘ভারতীয় পরিবেশে টি-টোয়েন্টি খেলতে গেলে শরীর গরম হয়ে যায়, পা কাজ করে না। গত বছর আইপিএলে ম্যাক্সওয়েল তিন ওভার খেলেই হাঁপিয়ে যাচ্ছিল। ৬০-৭০ দিনের মধ্যে যদি ১৪টা ম্যাচ খেলতে হয় তাহলে শারীরিকভাবে একটা প্রস্তুতি দরকার। আইপিএল খেলতে যাওয়ার আগে সাত দিন প্রস্তুতি নিয়েছিলাম। ‘