অনলাইন ডেস্ক :
রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। যাতে ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। ওপেনিং পজিশনে খেলা এই ব্যাটারকে নিয়ে অনেক দিন ধরেই তীব্র সমালোচনা আর ট্রল হচ্ছিল। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে সেসবের যেন জবাব দিলেন শান্ত। বললেন, এটাই তার সেরা ইনিংস। রবিবারের ম্যাচের আগ পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শান্তর সর্বোচ্চ স্কোর ছিল ৪০ রান। গড় আর স্ট্রাইকরেটের অবস্থা ছিল ভয়াবহ। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সঠিক সময়েই রান পেলেন শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই আমার জন্য এটা স্পেশাল। কারণ আমার প্রথম ফিফটি। বেশ কিছু ইনিংস আমার শুরু হচ্ছিল কিন্তু বড় করতে পারছিলাম না। এই খেলায় আমার মধ্যে কমিটমেন্ট ছিল, যদি সেট হই তাহলে যত বড় করা যায়। তা করতে পেরেছি আলহামদুলিল্লাহ্। ’শুধু স্পেশালই নয়, বিশ্বকাপের মঞ্চে রবিবারের ইনিংসটাকে শান্ত নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। অবশ্য পরিসংখ্যানও বলছে, ৭১ রানই টি-টোয়েন্টিতে শান্তর সর্বোচ্চ স্কোর। তবে ঘরোয়া টি-টোয়েন্টিতে শান্তর সেঞ্চুরিও আছে। তরুণ এই ব্যাটার আরো বলেন, ‘হ্যাঁ, আমার জন্য এটিই সেরা ইনিংস। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি আমার প্রথম ফিফটি। বিশেষ ইনিংস। ’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা