বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সরকার ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার বিকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে ফুটপাতে বসে থাকা সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা পুলিশের অযৌক্তিক পদক্ষেপ। আমরা এর তীব্র নিন্দা জানাই।
বিকালে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষে একজন নিহত ও অনেকে আহত হয়েছেন বলেও তিনি জানান।
সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আহত প্রায় ২০ নেতাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে বিএনপি কার্যালয়ে ছুটে যান ফখরুল।
তিনি বলেন, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর কারণ পুলিশের গুলিতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার করছে।
তিনি অভিযোগ করেন যে তাকে পার্টি অফিসে ঢুকতে দেয়া হয়নি, তাকে পার্টি অফিসের সামনে ফুটপাতে বসতে বাধ্য করা হয়। ‘এটি খুব দুর্ভাগ্যজনক।’
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম