November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 6th, 2022, 8:00 pm

এটি শুধু জয় নয়, যেন স্বপ্নপূরণ

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বাংলাদেশ। এটি শুধু জয় নয়, যেন স্বপ্নপূরণ। এমন জয়ে প্রশংসায় ভাসছে পুরো বাংলাদেশ দল। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও বেশ উচ্ছ্বসিত। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্পার্ক স্পোর্টকে সুজন বলেন, ‘এই সিরিজ নিয়ে আমাদের খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে। দলের খেলোয়াড়রা খুব একটা অভিজ্ঞ নয়, কিন্তু ওরা নিজেদের কাজটা খুব ভালোভাবে করতে পেরেছে। আমাদের স্বপ্নপূরণ হয়েছে।’ বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘সবাই খুবই পরিশ্রম করেছে। আগে এসে নিউজিল্যান্ডের কন্ডিশন মানিয়ে নিতে পারায় কাজে এসেছে। মাঠে এর প্রয়োগটা দারুণ ছিল। আমাদের স্বপ্নপূরণ হয়েছে।’ অবশ্য ২০০১ সালে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে ছিলেন খালেদ মাহমুদ। প্রথমবার কিউই সফরে গিয়ে সেবার দুটি টেস্টেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। সব মিলিয়ে ৩২ ম্যাচ হারের পর কাল প্রথম টেস্ট ম্যাচ জিতে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ৪০ রানের ছোট লক্ষ্য সহজেই স্পর্শ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ৪৫৮ রান গড়ে টাইগাররা। তাই প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নেয় মুমিনুলের দল। দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং তোপে ১৬৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তাই ছোট লক্ষ্য পায় বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলে এই প্রথম জয় পেল বাংলাদেশ।