April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 16th, 2022, 7:44 pm

এনকুনকুর বদলি নিল ফ্রান্স

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ শুরুর দিন কয়েক আগে আগে বড় ধাক্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স শিবিরে। ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেল তারকা ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুনকুর। তার বদলি হিসেবে এবার দলে নেয়া হয়েছে রন্ডাল কোলো মুয়ানিকে। মঙ্গলবার অনুশীলনের সময় পায়ে চোট পান এনকুনকুর। পরে দেখা যায় এই ইনজুরি থেকে সেরে উঠতে বেশ সময় লাগবে। আর তাই তাকে সরিয়ে কোলোকে দলে নেয়ার ঘোষণা দেয় ফ্রান্স। ২৫ বছর বয়সী এনকুনকু বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগের প্রধান তারকা। চলতি মৌসুমে ১৫ ম্যাচে ১২ গোল করে তিনিই বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা। গত মৌসুমেও রবার্ট লেভানদোভস্কিকে পেছনে ফেলে তিনি বুন্দেসলিগার সেরা খেলোয়াড় হয়েছিলেন। অনুশীলনে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার একটি চ্যালেঞ্জে পায়ে আঘাত পান তিনি। অন্যদিকে, কোলো জার্মান বুন্দেসলিগার দল এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের হয়ে চলতি মৌসুমে ২৩ ম্যাচে মাঠে নেমে ৮ গোল করেছেন। গেল সেপ্টেম্বরে ফ্রান্সের হয়ে তার অভিষেক হয়। নেশন্স লিগে অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার। এনকুনকু ফ্রান্সের বিশ্বকাপগামী দলে ইনজুরির মিছিলে সবশেষ সংযোজন। ইনজুরির কারণে বর্তমান চ্যাম্পিয়নরা এরইমধ্যে হারিয়েছে পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। এ ছাড়া ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রাফায়েল ভারানে।