November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 30th, 2021, 8:44 pm

এফডিসিতে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমার শুটিং

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার নির্মাণ করছেন ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। সম্প্রতি এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের চিত্রনায়ক নিরব। চলতি অর্থবছরে অনুদান পাওয়া এই সিনেমার শুটিং থেকে এফডিসিতে শুরু হয়েছে বলে জানান নির্মাতা। মাসুম রেজার চিত্রনাট্যে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’য় নিরব অভিনয় করবেন শেখ নূরুল হকের চরিত্রে। যেখানে নিরবকে দেখা যাবে ৯০ বছর আগের এক চরিত্রে। নিরব বলেন, ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় শেখ নূরুল হকের চরিত্র করবো। বর্তমানে এফডিসিতে শুটিং করছি। এই লটে বেশ কিছুদিন শুটিং হবে।’ ১৯৩০-৩২ সালের প্রেক্ষাপট উঠে আসবে এই সিনেমায়। তখন বঙ্গবন্ধুর বয়স ছিল ১৪ বছর। তৎকালীন প্রেক্ষাপট নিখুঁতভাবে তুলে আনতে বদ্ধ পরিকর নির্মাতা গুলজার। নিরব বলেন, ‘১৯৩০ সালের ঘটনায় দেখা যাবে কলকাতার চিত্র। কলকাতার একটি ব্যাংকে চাকরি করতেন শেখ নূরুল হক। ওই সময় বঙ্গবন্ধু কিশোর ছিলেন। রোগে আক্রান্ত হয়েছিলেন। শেখ নূরুল হক বিভিন্ন হাসপাতাল ঘুরে বঙ্গবন্ধুর চিকিৎসায় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর জীবনী অনেকেই জানেন কিন্তু তাঁর কিশোরকাল অনেকেরই অজানা। সেই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ সিনেমার উপজীব্য।’ এটি নিরব অভিনীত তৃতীয় সরকারি অনুদানের সিনেমা। এর আগে তিনি ২০১৯-২০ অর্থবছরে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ এবং রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ সিনেমায় কাজ করেছেন। নিরব জানান, দুটি সিনেমারই শুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।