অনলাইন ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছিল গত জানুয়ারি মাসে। কিন্তু শেষ হয়েও যেন শেষ হচ্ছে না এ নির্বাচন। থেকে যাচ্ছে এর রেশ। নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা হাইকোর্ট থেকে এবার চলে গেছে সুপ্রিম কোর্টে। এসবের মধ্যেই আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফডিসিতে। এবারের নির্বাচনে অংশ নেবে দীর্ঘদিন ধরে নেতৃত্বহীন থাকা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা মোহাম্মদ ইকবাল। এ সময় তিনি বলেন, ২১ মার্চ এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেভাবেই সব আয়োজনের প্রস্তুতি প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছি। সবাই মিলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশনও গঠিত হয়েছে। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে সমিতি। প্রায় দেড়শ ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। কয়েক দফা নির্বাচনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নানা সংকটে তার আর হয়ে উঠেনি। বর্তমানে এই সমিতি চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে এই সমিতি নতুন করে ঘুরে দাঁড়াবে বলেও ধারণা সংশ্লিষ্টদের।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ