April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 23rd, 2022, 7:48 pm

এবারই প্রথম উইন্ডিজ টেস্ট দলে ফিলিপ

অনলাইন ডেস্ক :

ঘরোয়া ক্রিকেটে দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপ। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ডাক পেয়েছেন এই ফাস্ট বোলার। দলে ফিরেছেন ওপেনার ব্যাটসম্যান জন ক্যাম্পবেল। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টের জন্য মঙ্গলবার ১৩ সদস্যের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। গত নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে হারা সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন রোস্টন চেইস, রাকিম কর্নওয়াল, শেই হোপ, জেরেমি সোলোজানো ও জোমেল ওয়ারিক্যান। হ্যামস্ট্রিং চোটের কারণে নেই শ্যানন গ্যাব্রিয়েল। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া চার দিনের ম্যাচের টুর্নামেন্টে প্রথম দুই রাউন্ড শেষে ১৪.২৫ গড়ে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ফিলিপ। এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৬৪টি। ইনিংসে পাঁচ উইকেট আছে চারবার। গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ফিলিপের ওয়ানডে অভিষেক হয়। ত্রিনিদাদের ২৫ বছর বয়সী এই পেসারের সামনে এবার টেস্ট অভিষেকের হাতছানি। ফিলিপের মতো ওই টুর্নামেন্টে ভালো পারফর্ম করেই দলে ফিরেছেন ক্যাম্ববেল। জ্যামাইকার হয়ে দ্বিতীয় রাউন্ডে বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেন ১২৭ রানের দারুণ ইনিংস। দুই ম্যাচে ৫৩.২৫ গড়ে তার রান ২১৩। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ টেস্টের সবশেষটি তিনি খেলেছেন গত বছরের মার্চ-এপ্রিলে, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। জাতীয় দলের হয়ে সাদা পোশাকে এখন পর্যন্ত অবশ্য উল্লেখযোগ্য কিছু তিনি করতে পারেননি। দুই ফিফটিতে ৬৪০ রান কেবল ২৩.৭০ গড়ে। লাল বলে সাম্প্রতিক সিরিজগুলোয় বাজে পারফরম্যান্সের কারণেই মূলত দলে জায়গা হারিয়েছেন চেইস ও হোপ। ২০২০ সালের জুলাইয়ে ইংল্যান্ডে সিরিজের শুরু থেকে ২১ ইনিংসে চেইসের ব্যাটিং গড় মাত্র ১৪.৯৫। একই সময়ে ১৪ ইনিংসে হোপের গড় ১৬.২৮। আগামী ৮ মার্চ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, ভিরাসামি পেরমল, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেডেন সিলস।