April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 16th, 2023, 7:32 pm

এবারই প্রথম একসঙ্গে পরমব্রত-ইশা

অনলাইন ডেস্ক :

‘ঘরে ফেরার গান’ মুক্তি পাচ্ছে ১৭ মার্চ। এ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন পরমব্রত-ইশা। গল্পে ইমরান চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। ইশাকে দেখা যাবে তোরা চরিত্রে। এ ছবি আক্ষরিক অর্থেই যেন ঘরে ফেরা। দুই প্রবাসী বাঙালির প্রেম, ভালোবাসা আর গানবাজনা নিয়ে এগিয়ে যাবে সিনেমার গল্প। সিনেমাটি প্রসঙ্গে পরমব্রত চ্যাটার্জি বলেন, ‘আমার চরিত্রটি দেশ ও বিদেশের মধ্যে বিভক্ত বলা যায়। দীর্ঘ সময় ধরে সে শুধু দেশছাড়া নয়, আপনজনদের থেকেও দূরে সরে গিয়েছে। মুর্শিদাবাদের এক বর্ধিষ্ণু পরিবারের সন্তান ইমরান। ঘটনাচক্রে বাড়ি ফিরতে হয় তাকে, আর সেখানেই গল্পের মোড় ঘোরে। গল্পের নায়িকা তোরাও গানবাজনার মানুষ। ইমরানের সঙ্গে যোগসূত্র সেখান থেকেই।’ পরিচালক অরিত্র সেন জানান, ‘ঘরে ফেরার গান’ একটি সম্পর্কের গল্প। তার ভাষায়, ‘গান দিয়ে বোনা এক জীবনের গল্প এই ছবি। এতে চরিত্রগুলো স্থিতাবস্থাকে মেনে নেয়ার পরিবর্তে চ্যালেঞ্জ করে। যেখানে ইমরান ও তোরা ছবির মূল কেন্দ্র চরিত্র। যেহেতু আমি যুক্তরাজ্যে বহুদিন ছিলাম, সেই অভিজ্ঞতার কারণে আমি সেখানে বসবাসকারী বাঙালিদের সম্পর্কে ভালোভাবে পরিচিত। এই ছবি নিখাদ একটা সম্পর্কের গল্প বলবে।’ ‘ঘরে ফেরার গান’ সিনেমার শুটিং হয়েছে লন্ডন ও বর্ধমান বিভিন্ন লোকেশনে। এরইমধ্যে সিনেমাটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে। অন্যদিকে পরিচালক অরিত্র সেনের পরিচালনায় ‘শহরের উষ্ণতম দিন’ সিনেমাটি প্রিমিয়ার হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ ছাড়া সম্প্রতি শুটিং শেষ হয়েছে তার নতুন সিনেমা ‘প্রান্তিক’-এর।