অনলাইন ডেস্ক :
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনেক ক্লাবে দায়িত্ব পালন করেছেন জোসে মরিনিয়ো। সবচেয়ে তেতো স্বাদটা তিনি বুঝি পেলেন রোমার ডাগআউটে দাঁড়িয়ে। এক হাজার আট ম্যাচের কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো তার দল এক ম্যাচে হজম করল ৬ গোল! ক্লাব ফুটবলে ইউরোপের তৃতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগে বৃহস্পতিবার নরওয়ের ক্লাব বোদো/গ্লিমতের বিপক্ষে ৬-১ গোলে হারে মরিনিয়োর রোমা। প্রথমার্ধে দুটি এবং বিরতির পর আরও চারটি গোল হজম করে ইটালিয়ান দলটি। মাঝে কেবল একটি শোধ দিতে পারে তারা। ২০১০ সালে তার কোচিংয়ে বার্সেলোনার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। মরিনিয়োর সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে সেটার পাশেই জায়গা পেল রোমার এই হার। দ্বিতীয়ার্ধের শুরুতে মরিনিয়ো তিনটি পরিবর্তন আনেন দলে। ৬০তম মিনিটে আরও দুটি। ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হারের দায় নিজের কাঁধেই নেন তিনি। “আমি নিজেই এই লাইন-আপে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই দায় আমার।” “আমি ভালো উদ্দেশ্য নিয়ে পরিবর্তনগুলো করেছি, যারা কঠোর পরিশ্রম করে তাদের সুযোগ দেওয়ার জন্য এবং ঠান্ডা আবহাওয়ায় কৃত্রিম টার্ফের মাঠে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর জন্য।”
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা