অনলাইন ডেস্ক :
চুক্তির প্রস্তাব প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বসুন্ধরা কিংসকে বিদায় বলেছিলেন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা। ঢাকার মাঠ মাতানো এই ফরোয়ার্ড এবার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে। আপাতত তাকে এক মৌসুমের জন্য দলে টেনেছে আকাশী-নীলরা। ২০২১-২২ মৌসুমের দলবদলের শেষ দিন বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন কলিনদ্রেস। এক মৌসুমের জন্য তাকে দলে নেওয়ার কথা জানিয়েছেন আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত কিংসের হয়ে খেলেন কলিনদ্রেস। দলটির হয়ে একটি করে প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জিতেন; ২৯ ম্যাচে করেন ১৪ গোল। চুক্তি বাড়িয়ে আরও এক বছর কিংসে থেকে যেতে চেয়েছিলেন কলিনদ্রেস। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে লিগ চ্যাম্পিয়নরা প্রস্তুাব দিয়েছিল স্বল্পমেয়াদী চুক্তির। দুই পক্ষের বনিবনা না হওয়ায় কিংস ছেড়ে কোস্টা রিকা দেপোর্তিভো সাপরিস্সায় ফিরে যান তিনি। এক মৌসুম পরই নতুন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের ফুটবলে ফিরলেন কলিনদ্রেস। শনিবার শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপ দিয়ে নতুন মিশন শুরু হবে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা