April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 10th, 2022, 8:12 pm

এবার আরব আমিরাতে স্থায়ী হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল

অনলাইন ডেস্ক :

রাজনৈতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে আফগানিস্তানে এখনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার অনুমতি দেয়নি আইসিসি। নিকট ভবিষ্যতেও দেওয়ার সম্ভাবনা নেই। এমন অবস্থায় আফগান ক্রিকেটাররা কখনো ভারত, পাকিস্তান আবার কখনো সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেন। এবার তারা এর স্থায়ী সমাধান চাচ্ছে। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করছে আফগানিস্তান ক্রিকেট দল। সেখানেই এবার স্থায়ী হওয়ার চেষ্টা করছে তারা। মূলত ভিসা জটিলতা কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড এসিবি। জানা গেছে, ২০ জনেরও অধিক আফগান ক্রিকেটার ও কর্মকর্তার জন্য আমিরাতের ভিসা নেওয়ার চেষ্টা করছে এসিবি। এমনটা হলে আগামীতে রশিদ খান, মোহাম্মদ নবীরা আরব আমিরাতের ভিসা ব্যবহার করবেন। এতে বিদেশ সফরের ক্ষেত্রে ভোগান্তি থেকে রেহাই পাবেন আফগান ক্রিকেটাররা। আগামী আগস্টে আয়ারল্যান্ড সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল। তার আগেই এ প্রক্রিয়া শেষ করতে চাচ্ছে এসিবি। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘এসিবি প্রায়ই আরব আমিরাতে আফগানিস্তানের হোম সিরিজ আয়োজন করে। তাই খেলোয়াড় ও কর্মকর্তাদের সেই দেশে বসবাসের অনুমতি নেওয়া দরকার।’