অনলাইন ডেস্ক :
ক্রিকেট বিশ্বে এখন আলোচনার বিষয় চেতেশ্বর পূজারা ও মোহাম্মদ রিজওয়ান। চির বৈরি প্রতিবেশি ভারত ও পাকিস্তানের এই দুই ক্রিকেটার যে এই মুহূর্তে একই দলের হয়ে মাঠ মাতাচ্ছেন। শেয়ার করছেন একই ড্রেসিং রুম। খেলছেন ইংল্যান্ডের কাউন্টির জনপ্রিয় দল সাসেক্সের হয়ে। জন্মের সূচনালগ্ন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা। কেবল সীমান্ত ভাগ নিয়েই নয়, সংস্কৃতি, রাষ্ট্রীয় সম্পর্ক, বৈশ্বিক রাজনীতি ও কূটনৈতিক পারায় অবস্থান সহ নানা ইস্যুতে তাদের মধ্যে বিভাজন রয়েছে। ক্রিকেটে দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ রয়েছে প্রায় এক দশক ধরে। কেবল আইসিসির টুর্নামেন্টগুলোতেই তারা মুখোমুখি হয়। এর বাইরে দেশ দুটির ক্রিকেটারদের এক দলে খেলার সম্ভাবনাও নেই। কারণ, আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ। আর ভারতের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি নেই। এমন পরিস্থিতির মধ্যেই দুই দেশকে এক বিন্দুতে মিলিত করেছেন চেতেশ্বর পূজারা ও মোহাম্মদ রিজওয়ান। একজন ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু ফর্মহীনতার কারণে সম্প্রতি দল থেকে বাদ পড়েছেন। তাই এখন কাউন্টিতে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান পূজারা। অন্যজন, গতবছর আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের উইকেটকিপার এবং বর্তমানে তিন ফরম্যটেই দলটির নির্ভরযোগ্য ব্যাটার। আরও একটি দিক দিয়ে দু’জন সম্প্রীতির বার্তা দিচ্ছেন। মোহাম্মদ রিজওয়ান একজন পরিপূর্ণ ধার্মিক মানুষ। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। ইসলাম ধর্মের অন্যান্য বিধিবিধানও মেনে চলেন। এমনকি পর্দাহীন নারীদের দিকে না তাকানোর চেষ্টা করেন বলেও তার সুনাম রয়েছে।অন্যদিকে, চেতেশ্বর পূজারা পুরোপুরি হিন্দু ধর্মীয় মানুষ। তিনিও ধর্মের সব বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন। একবার এক টিভি অনুষ্ঠানে বিরাট কোহলি বলেছিলেন, পূজারা ড্রেসিংরুমেও পূজা করে থাকেন। এমনকি তার স্ত্রীর নামও পূজা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা