September 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 7th, 2023, 8:45 pm

এবার ইন্দোনেশিয়ায় পূজা সেনগুপ্ত

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের এ প্রজন্মের নৃত্যশিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হয় পূজা সেনগুপ্তর নাম। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেও প্রশংসিত হয়েছেন তিনি। পূজা এবার নৃত্য পরিবেশন করবেন ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া সরকারের আয়োজনে ৮ নভেম্বর থেকে শুরু হবে কিরাম আর্টস ফেস্টিভ্যাল। নাচের দল তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্তর একক পরিবেশনায় এ উৎসবে মঞ্চস্থ হবে ‘ম্যাকবেথ’। তুরঙ্গমীর প্রযোজনাটি আজকের সময়ে শেকসপিয়ারের ম্যাকবেথের প্রাসঙ্গিকতা ও রূপ নিয়ে একটি থিমেটিক পারফরম্যান্স আর্ট। প্রযোজনাটির ভাবনা, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।

ইন্দোনেশিয়ার এ উৎসব নিয়ে পূজা বলেন, ‘প্রথমবার ইন্দোনেশিয়ার কিরাম আর্টস ফেস্টিভ্যালে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছি, এটা আমার জন্য অনেক গর্বের।’ উৎসবে যোগ দেওয়ার জন্য গত সোমবার জাকার্তায় গেছেন পূজা সেনগুপ্ত। কিরাম আর্টস ফেস্টিভ্যালে ৫ মিনিটের ম্যাকবেথ পরিবেশনার পাশাপাশি পূজা তার প্রযোজনা নির্মাণের নিজস্ব কৌশলের ওপর একটি কর্মশালা পরিচালনা করবেন। এতে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক শিল্পীরা। ১২ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার কালিমন্থন প্রদেশে অনুষ্ঠেয় এ উৎসবে বাংলাদেশের পূজা ছাড়া অংশ নিচ্ছেন মালয়েশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, হংকং, ইতালি, ঘানা, মেক্সিকো, ভারত, তাইওয়ান, নেদারল্যান্ডস, মরক্কো, যুক্তরাজ্য, কম্বোডিয়া, জার্মানি, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়ার শিল্পীরা।