অনলাইন ডেস্ক :
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার বিষয়ে সংবাদ মাধ্যমকে বুবলী বলেন, সিনেমাকে আমরা এতোই ভালোবাসি যা সন্তানের সঙ্গে তুলনা করি। নিজের সন্তানকে আমরা যেভাবে ভালোবাসি, ঠিক সেভাবে সিনেমাকে ভালোবেসে কাজ করি। সুতরাং বলবো, এবার ঈদে আমার দুটি সন্তান। তাই দুটি সিনেমাকেই সন্তানের মতো দেখবো। শাকিব খানের সঙ্গে নিজের প্রথম সিনেমা ২০১৬ সালের ঈদে মুক্তি পেয়েছিল উল্লেখ করে এই নায়িকা বলেন, উৎসবে নিজের সিনেমা মুক্তি পেলে সত্যিই খুব ভালোলাগে। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল। তবে আমি খুব ভাগ্যবান। কারণ এত বছর পর এসেও দেশের সেরা নায়কের সঙ্গে আমার ছবি মুক্তি পাচ্ছে। বুবলী আরও বলেন, ‘লোকাল’ সিনেমাটি অনেক যতœ করে বানিয়েছেন পরিচালক সাইফ চন্দন ভাই। ট্রেলার মুক্তির পর ভালোভাবে বিষয়টি বুঝা গেছে। এখানে নির্মাতা আমাকে অনেকটাই ভিন্নভাবে উপস্থাপন করেছেন। সিনেমাটিকে ইতোমধ্যেই সবাই খুব ভালোবাসা দিচ্ছেন। আমি চাই ছবিটি হলে গিয়েই সবাই দেখুক। ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্ট্রিবিউশন করবে টিওটি ফিল্মস। আর ‘লোকাল’ সিনেমায় আদর-বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ