May 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 3rd, 2022, 7:43 pm

এবার এক ভাই ও ছয় বোনের গল্প নিয়ে আসছে গাজী রাকায়েত

অনলাইন ডেস্ক :

অভিনেতা ও পরিচালক গাজী রাকায়েতের সর্বশেষ পরিচালিত সিনেমা ‘গোর’। ২০২০ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১১টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে ছবিটি। এখন দেশের সিনেমা হলে এবং দেশের বাইরে থেকে ওটিটি প্লাটফর্ম মাধ্যম দেখা যাচ্ছে ‘গোর’সিনেমাটি। এর মধ্যে গাজী রাকায়েত নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বলে জানালেন। সিনেমার নাম ‘একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন’। এই অভিনেতা-নির্মাতা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি অনেকগুলো সিনেমার গল্প নিয়ে ভাবছি। অনেক বড় বড় পরিকল্পনা আছে সিনেমা নিয়ে। কিন্তু বর্তমানে আমার মাথায় ঘুরে ফিরে ‘একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন’ সিনেমার গল্পটা ঘুরছে।’ গাজী রাকায়েত আরও বলেন, ‘মোটামুটি ফাইনাল করে ফেলেছি ‘একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন’ সিনেমাটি করবো। সিনেমার শুটিং শুরু করবো খুব তাড়াতাড়ি। এখানে একজন ভাই ও তার ছয়জন বোন নিয়ে গল্পটা এগুবে। থাকবেন আরও একজন নারী। মোট ৭টি নারী চরিত্র দেখা যাবে ছবিতে। প্রতিটি চরিত্রই খুব গুরত্বপূর্ণ।’ এসব চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানান গাজী রাকায়েত। তিনি বলেন, ‘চরিত্রের প্রয়োজনে দেশে ও দেশের বাইরে থেকে শিল্পীরা কাজ করতে পারেন এ ছবিতে। আমি সব প্রস্তুতি নিচ্ছি।’ ‘একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন’ সিনেমার এখন চিত্রনাট্যরে তৈরি কাজ চলছে পুরোদমে। আর এই সিনেমাটির জন্য বড় বাজেট দরকার বলেও জানান গাজী রাকায়েত। তার জন্য তিনি চেষ্টা করছেন দেশের পাশাপাশি বিদেশি কোনো প্রযোজককে সম্পৃক্ত করার। তিনি জানান, এই ছবিটি ছাড়াও আরও বেশ কিছু সিনেমার প্লট নিয়ে ভাবছেন। ‘উত্তম মানুষ’, ‘ ক্যাপ্টেন কক’ নামে তৈরি হতে পারে সিনেমাগুলো।