April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 19th, 2023, 7:55 pm

এবার ‘কৃষকের ঈদ আনন্দ’ লঙ্গন নদীর তীরে

অনলাইন ডেস্ক :

প্রান্তিক জনগোষ্ঠী কিংবা কৃষকদের নিয়ে এতোটা সমৃদ্ধ অনুষ্ঠান আর একটিও হয় না। যেটা সারা বছর ধরে করে থাকেন শাইখ সিরাজ। তবে এর মধ্যে তার বাড়তি সংযোজক প্রতি ঈদে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি। চ্যানেল আই পর্দায় সেই ধারাবাহিকতা থাকছে এবারও। যা প্রচার হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায়। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার নাসিরনগরে টেকানগর গ্রামে লঙ্গন নদীর তীরে। গ্রামীণ আবহে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ আরও জমজমাট, ব্যতিক্রমী ও মজার সব খেলাধুলায় সাজানো হয়েছে।

আর দেশ-বিদেশের বৈচিত্র্যপূর্ণ সব গল্পের বুনন তো থাকছেই। এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য ব্রাহ্মণ বাড়িয়াকে বেছে নেয়ার কারণ হিসাবে উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের অর্থনীতির মূল ভিত্তিই কৃষি। প্রাচীনকাল থেকেই এ অঞ্চল ধান, পাট, সরিষার পাশাপাশি প্রাকৃতিক মাছের ভান্ডার। প্রতি বছর ঈদ আনন্দের একটি নির্দিষ্ট থিম থাকে। এবার কৃষি ঐতিহ্যের ব্যতিক্রমী অঞ্চল হাওড়কে কেন্দ্র করে রচিত হয়েছে আমাদের এই আয়োজন।’