March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 28th, 2022, 8:48 pm

এবার কোকাকোলা কিনতে চান ইলন মাস্ক!

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের পর এবার জনপ্রিয় প্রতিষ্ঠান কোকা-কোলা কিনে নিতে আগ্রহ দেখিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। মাস্ক শুধু যে প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার কথা বলেছেন তা নয়, সেই সাথে কোকাকোলার পুরনো ফর্মুলা ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি। আর সেই ফর্মুলায় কোকের সাথে মেশানো থাকবে কোকেইন! এক সপ্তাহও হয়নি, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটারের শতভাগ স্বত্ব কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এ নিয়ে শোরগোল শেষ না হতেই মাস্কের নতুন টুইট হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মুহূর্তে টুইটারের ট্রেন্ডিং বিষয়ে উঠে এসেছে কোকা-কোলার নাম। কোকা-কোলা নিয়ে পোস্ট করার মাত্র দুই ঘন্টার মধ্যে এটি ১ মিলিয়ন লাইক, ২ লাখ রি-টুইট এবং ৬৯ হাজার কোট টুইট লাভ করেছে! এদিকে মাস্কের টুইট বার্তাটি হাস্যরসাত্বক বলে মনে হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এ ব্যাপারে নিশ্চিত নন। কারণ ২০১৭ সালে মজা করেই টুইটারকে কিনতে চেয়েছিলেন মাস্ক। সেদিন তিনি টুইটারের দামও জিজ্ঞেস করেছিলেন। তার ঠিক ৫ বছর পর সত্যি সত্যিই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছেন ৫০ বছর বয়সী এই বিলিয়নিয়ার! এদিকে টুইটারের সাথে মাস্কের চুক্তি অনুযায়ী, টুইটার সম্পর্কে অপমানজনক কোনোকিছু লিখতে পারবেন না মাস্ক। তবে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে যেহেতু তিনি নানাবিধ বিষয়ে মন্তব্য জানিয়ে থাকেন, তাই আলোচনার বাকি সব দরজা তার জন্য খোলা। টুইটার কেমন হওয়া উচিত তা নিয়ে সম্প্রতি প্রচুর মতামত দিয়েছেন ইলন মাস্ক। মাস্কের লক্ষ্য অনুযায়ী, টুইটারকে হতে হবে এমন একটি ক্ষেত্র যেখানে সবার বাক-স্বাধীনতা থাকবে এবং এটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ হবে। নিরাপত্তার প্রসঙ্গে মাস্ক জানিয়েছেন, টুইটার ডিরেক্ট ম্যাসেজে (ডিএম) এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে, যাতে করে কেউ কারো ব্যক্তিগত ম্যাসেজ হ্যাক করতে না পারে বা গুপ্তচরবৃত্তি না করতে পারে। আবারও কোকা-কোলার প্রসঙ্গে ফেরা যাক। ইলন মাস্ক তো কোকা-কোলা কেনার কথা বলেছেন বটে, কিন্তু খ্যাতনামা প্রতিষ্ঠানটির বাজারমূল্যের কাছে টুইটার যেন দুধের শিশু! এই মুহূর্তে কোকা-কোলার বাজারমূল্য ২৮৪ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে মাস্কের নিজের মোট সম্পত্তির পরিমাণ ২৫৩ বিলিয়ন ডলার। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেফ বেজোসের চাইতেও অনেকটা এগিয়ে তিনি। বেজোসের সম্পত্তির পরিমাণ ১৬২ বিলিয়ন ডলার।
সূত্র: ব্লুমবার্গ