November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 6th, 2022, 8:02 pm

এবার তিন অধিনায়কের লড়াই

অনলাইন ডেস্ক :

মার্চ মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। পুরুষ ক্যাটাগরি থেকে মার্চের সেরা হওয়ার দৌড়ে আছেন পাকিস্তানের বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তিনজনই অধিনায়ক। ক্রেইগ ব্র্যাথওয়েট ও প্যাট কামিন্স শুধু টেস্টের অধিনায়কত্ব করলেও বাবর অধিনায়ক তিন ফরম্যাটেই। গত মাসে দারুণ পারফরম্যান্স করেছে তিনজনই। মার্চে পাকিস্তানের অধিনায়ক বাবর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলেছেন। তিন টেস্টের সিরিজে দলকে জেতাতে না পারলেও টেস্টে মার্চে টেস্টে তিনি করেছেন ৩৯০ রান। এর মধ্যে ১৯৬ রানের মহাকাব্যিক একটি ইনিংসও ছিল। আর মাসের শেষদিকে দুটি ওয়ানডেতে তিনি করেছেন যথাক্রমে ৫৭ ও ১১৪ রান। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৮৫.২৫ গড়ে ৩৪১ রান করেছেন ব্র্যাথওয়েট। ইংলিশদের বিপক্ষে ১-০ তে তিন ম্যাচের সিরিজ জেতার নায়ক ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও দুর্দান্ত খেলেছেন মার্চে। পাকিস্তানের মরা পিচে টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন তিনি। মার্চে তিন টেস্ট খেলে ২২.৫০ গড়ে ১২ উইকেট নিয়েছেন কামিন্স।