September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 25th, 2023, 8:46 pm

এবার পদক পাচ্ছেন নারী সাফ চ্যাম্পিয়নরা

অনলাইন ডেস্ক :

গত বছর সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ দলকে পদক দিতে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক পেতে যাচ্ছেন সাবিনা-সানজিদারা। মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়ে সোমবার একটি চিঠিও বাফুফেতে পাঠানো হয়েছ। সেই চিঠি পেয়ে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমকে বিয়ষটি জানিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই ফজিলাতুন্নেসা মুজিব পদক দিয়ে সম্মানিত করে।

এবার সাবিনা, সানজিদা, কৃষ্ণা, রূপনা, শামসুননাহাররা পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন। আগামী ৮ আগস্ট ঢাকায় ওসমানী মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে। এবারের সাফে বাংলাদেশ সব দলকে হারিয়েছে। নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা এখন ছুটিতে রয়েছেন। তারা ১ আগস্টের আগেই ক্যাম্পে যোগ দেবেন। এর আগে অধিনায়ক সাবিনার বাড়ি সাতক্ষীরায় যাবেন জাতীয় দলের অনেক খেলোয়াড়।