April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 6:58 pm

এবার পাবনায় একসাথে তিন সন্তানের জন্ম, নাম পদ্মা-সেতু-উদ্বোধন

জেলা প্রতিনিধি, পাবনা :

দেশের বিভিন্ন স্থানের পর এবার পাবনার বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লার সুমী খাতুন(৩৩) নামের এক গৃহবধূ একসাথে তিনটি ছেলে সন্তান প্রসব করেছেন। প্রাথমিকভাবে তাদের ডাক নাম রাখা হয়েছে পদ্মা, সেতু, উদ্বোধন।
গৃহবধূ সুমী খাতুন পাবনার বেড়া উপজেলার আমাইকোলা গ্রামের রাজমিস্ত্রী মিজানুর রহমানের স্ত্রী।
শনিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।
রোববার রাত সাড়ে দশটার দিকে তিন সন্তানের পিতা মিজানুর রহমান জানান, ২৩ জুন বিকেলে পাবনার পিডিসি হাসপাতালে চিকিৎসককে দেখানোর পর তিনি আল্ট্রাসনোগ্রাম করে জানান পেটের ভিতরে বাচ্চার অবস্থান একটু বেকায়দায় রয়েছে। রাজশাহী নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন ওই চিকিৎসক। এরপর সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার দুপুর আড়াইটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম হয়।
মিজানুর রহমান আরও বলেন, তিন সন্তানের ডাক নাম হিসেবে পদ্মা, সেতু, উদ্বোধন রাখা হয়েছে। পরে তাদের ভাল নাম রাখা হবে। এমন নাম রাখার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতু আমাদের গর্বের, স্বপ্নের। সেই স্মৃতি ধরে রাখতে মুলত এই নাম রাখা হয়েছে। কোনো পুরস্কার পাওয়ার লোভে আমার সন্তানদের নাম পদ্মা, সেতু, উদ্বোধন রাখিনি।
তিন ছেলে সন্তানের পিতা মিজানুর বলেন, ২০১০ সালে সুমী খাতুনের সাথে তার বিয়ে হয়। এর আগে তাদের সংসার জীবনে তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম মীম (১১), জীম (৮) ও সীম (৪)। নরমাল ডেলিভারীর মাধ্যমে সবার জন্ম হয়। আগের তিনটি সন্তানই মেয়ে হওয়ায় আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়েছিলাম। আল্লাহ আমাদের মন ভরে দিয়েছে। আমরা একসাথে তিন ছেলে সন্তান পেয়ে খুব খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।