November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 4th, 2024, 8:10 pm

এবার বাঘিনীর গল্প শোনাবেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক :

২০১৬ সালে ‘দ্য জঙ্গল বুক’-এ কণ্ঠ দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার তার কণ্ঠ শোনা যাবে ডিজনি নেচারের নতুন তথ্যচিত্র ‘টাইগার’-এ। গত মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে এ খবর নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘টাইগার’-এ অম্বর নামে এক তরুণী বাঘিনীর গল্পের জন্যই কণ্ঠ দেবেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা। ইনস্টায় সিনেমাটির ট্রেলার শেয়ার করে অভিনেত্রী লিখেন, ‘টাইগার’ এমন একটি গল্প যা বন্যকে বন্দী করে এবং এর মধ্যে যা ঘটে তার সবকিছু দেখিয়ে দেয়। প্রেম, দ্বন্দ্ব, ক্ষুধা, বেঁচে থাকা এবং আরও অনেক কিছুর গল্প এটি।’

‘ভারতের ঘন জঙ্গলে যেখানে ছোট-বড় প্রাণী, ভীতু এবং স্বমহিমায় বিচরণ করে, সেখানে অম্বর আছে – এক কালজয়ী উত্তরাধিকারের বাঘ। এত ভালোবাসা দিয়ে সে তার শাবকদের যতœ নেয়, সন্তানদের সঙ্গে তার দুর্দান্ত বন্ধন ফুটে ওঠে। এক সুন্দর পরিবারকে অনুসরণ করে ৮ বছরেরও বেশি সময় ধরে এই সিনেমার শ্যুটিং করা হয়েছে।’

তিনি আরও বলেন ‘এই অবিশ্বাস্য গল্পে আমার কণ্ঠ দিতে এবং এই সিনেমার মাধ্যমে জঙ্গল অন্বেষণ করতে আমি খুব মজা পেয়েছি। আমাদের সঙ্গে জঙ্গল উপভোগ করার জন্য আমি অপেক্ষায় আছি! বিশ্ব ধরিত্রী দিবসে আগামী ২২ এপ্রিল পর্দায় আসছে ‘টাইগার’ ডিজনি প্লাস নেচার’। মেয়ে এবং স্বামীকে নিয়ে সম্প্রতি মুম্বাই ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় ১০ দিনের সময় নিয়ে হোলি উৎসবে ভারত এসেছিলেন তিনি।