March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 8:33 pm

এবার বিতর্ক এড়াতে বিদেশি রেফারি

অনলাইন ডেস্ক :

অনেক বছর পর প্রিমিয়ার ফুটবল লিগে আসছেন বিদেশি রেফারি। ১৭ ফেব্রুয়ারি কুমিল্লায় তিন নেপালি রেফারি পরিচালনা করবেন আবাহনী-বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচ। গত মৌসুম থেকেই বিদেশি রেফারি আনার দাবি জোরালো হয়ে উঠছিল। দেশি রেফারিদের মান নিয়ে তো প্রশ্ন আছেই, তাঁদের বিতর্কিত বাঁশিতে বঞ্চনার অনুযোগ আছে অনেক ক্লাবের। ক্লাবগুলো গতবার বিদেশি রেফারির দাবি তুলেছিল। তখন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও বিদেশি রেফারি আনার পক্ষে মত দিয়েছিলেন, ‘টাকা-পয়সার কী অবস্থা দেখি, অন্তত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে হলেও বিদেশি আনার চেষ্টা করব। তাঁদের কাছ থেকে আমাদের (স্থানীয়) রেফারিরাও শিখতে পারবেন।’ সেটা গত বছর সম্ভব না হলেও এবার বাফুফে সভাপতির নেতৃত্বাধীন লিগ কমিটি চমকে দিয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিন বিদেশি রেফারি আনার সিদ্ধান্ত নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা জানিয়েছেন, কুমিল্লায় আবাহনী-বসুন্ধরা কিংসের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ তিন নেপালি রেফারি আনার সিদ্ধান্ত হয়েছে। উদ্দেশ্য-রেফারির সিদ্ধান্ত নিয়ে যেন কোনো বিতর্ক না হয় এবং ম্যাচটা ভালোভাবে শেষ হয়। তাঁরা উতরে গেলে আগামী দিনেও অব্যাহত থাকবে এই ধারা। নতুন নিয়োগ পাওয়া বাফুফের রেফারি কনসালট্যান্ট গৌতম করই দেখেশুনে তিন নেপালিকে আনছেন। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনো কথাই বলছেন না।