April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 26th, 2022, 8:48 pm

এবার ভাঙল হালীর হাওরের বাঁধ, ঝুঁকিতে হাজার হেক্টর পাকা ধান

ফাইল ছবি

আবহাওয়া অনুকূলে থাকলেও শঙ্কা কাটছে না সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকদের। একের পর এক হাওরডুবির ঘটনা ঘটছে। এবার বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের জামালগঞ্জের হালীর হাওরে। তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় হাজার হেক্টর জমির পাকা ধান।

সোমবার রাত ১০টায় হালীর হাওরের আছানপুর গ্রামের স্কুলের পাশের বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকতে শুরু করে। হালীর হাওরে বোরো জমির পরিমাণ পাঁচ হাজার ২০০ হেক্টর।

এরই মধ্যে ৯০ ভাগ ধান কাটা হয়েছে বলে উপজেলা কৃষি বিভাগ থেকে জানানো হলেও কৃষকরা জানিয়েছেন হাওরে প্রায় ৩০ থেকে ৪০ ভাগ ধান কাটা বাকি রয়েছে।

আছানপুর গ্রামের কৃষকরা জানান, রাতে হঠাৎ করে বাঁধটি ভেঙে যায় এবং প্রবল বেগে হাওরে পানি ঢুকতে থাকে। বাঁধ ভাঙার খবর পেয়ে কৃষকরা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন।

কৃষক আলী নুর বলেন, অনেক কষ্ট করে ঋণ নিয়ে ফসল করেছিলাম। কিন্তু বাঁধ ভেঙে আমাদের সকল ফসল তলিয়ে গেছে।

কৃষক রাজু মিয়া বলেন, বাঁধ নির্মাণের কাজে গাফিলাতির কারণে বাঁধটি ভেঙে ফসল তলিয়ে গেলো।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ দেব জানান, হালীর হাওরে সাড়ে পাঁচ হাজার ২০০ হেক্টর বোরো ধান চাষাবাদ করা হয়েছিল। ইতোমধ্যে হাওরের ৯০ ভাগ ধান কাটা হয়ে গেছে। হঠাৎ করে বাঁধের কিছু অংশ ভেঙে গেছে। তবে কৃষকরা ধান কেটে তোলার চেষ্টা করছেন।

—ইউএনবি