November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 13th, 2022, 7:34 pm

এবার ভূত চরিত্রে ক্যাটরিনা

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগে যখন ছবিটির ট্রেলার প্রকাশ হয়, তখন তাকে দেখে ভয় তো দূরে থাক, বরং ভালোলাগায় শিহরিত হয়েছে দর্শক। কারণ ভূতের রূপে যিনি দেখা দিয়েছেন, তিনি ক্যাটরিনা কাইফ। চিরচেনা ভূতের বেশে নন, আবেদনময়ী রমণী হয়ে ট্রেলার বাজিমাৎ করেছেন অভিনেত্রী। তাকে দেখে দর্শকের প্রতিক্রিয়ার সারাংশ এমন; এই ভূতের হাতে ধরা পড়তে রাজি সবাই! সিনেমাটির নাম ‘ফোন ভূত’। নির্মাণ করেছেন গুরমিত সিং। এতে ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছেন দুই তরুণ তারকা ইশান খাট্টার ও সিদ্ধান্ত চতুর্বেদি। এটি মূলত কমেডি-হরর ঘরানার সিনেমা। মজার ব্যাপার হলো, সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে ভূতে ভীষণ ভয় পান ক্যাটরিনা। এমনকি কিছুদিন আগে মুক্তি পাওয়া বলিউডের হিট সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’ পুরোপুরি দেখতে পারেননি তিনি; কারণ এটি ভৌতিক গল্পে নির্মিত। এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, “ভূতের সিনেমা দেখতে খুব একটা ভালো লাগে না। বলা চলে, দেখতে পারি না। আমি ‘ভুল ভুলাইয়া ২’ শেষ করতে পারিনি। আমি চোখ ঢেকে ফেলতে বাধ্য হয়েছি। যখন টাবু স্ক্রিনে আসেন এবং আমি জানি যে এখানে হাস্যরসও আছে, কিন্তু তারপরও খুব ভয়ানক লাগে।” ‘ফোন ভূত’ সিনেমায় অভিনয় করতে গিয়ে ভয় লাগেনি? এমন প্রশ্নের জবাবে ক্যাটের ভাষ্য, ‘না। কারণ আমরা ওরকম কোনো লোকেশনে শুটিং করিনি। সিনেমায় আমিও ভূত, তাই না? কিন্তু আমি নিজেকে ভয় পাচ্ছি না। আমি যখন ওদেরকে (ইশান-সিদ্ধান্ত) ভয় দেখানোর জন্য আসছি, তখন সবাই হাসছে! আমাদের সিনেমায় আরও অনেক কৌতুক অভিনেতা আছেন। আমার মনে হয়, এটি মূলত কমেডি সিনেমা।’ উল্লেখ্য, এই সিনেমায় আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, শিবা চাড্ডা, নিধি বিশত, কেদার শঙ্কর, মানুজ শর্মা প্রমুখ। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সূত্র: হিন্দুস্তান টাইমস