November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 11th, 2022, 7:41 pm

এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘দামাল’

অনলাইন ডেস্ক :

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা ‘দামাল’ এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটি আগামী (১৮ নভেম্বর) নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হস্টোন,বাল্টিমোর, শিকাগো, ওরল্যান্ডো, মিয়ামি, ডেট্রয়েট, রেনো, পোর্টল্যান্ড, বোস্টনসহ ১৫টি শহরে সিনেমাটি মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরপর ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি দেয়া হবে সিনেমাটি। এরইমধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘আমরা নিউ ইয়র্ক থেকে সিনেমাটি মুক্তি দিচ্ছি। এরপর ২ ডিসেম্বর থেকে ৫০টি সিনেমাহলে ছবিটি চলবে।’ ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় থাকা শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম জুটির এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা। সেই তালিকায় আছে সিয়াম আহমেদ সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সামিয়া অথই, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, শায়েদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সায়ীদ নাজমুল সাকিব, লেনিন, রুবল লোদি, লিমনসহ অনেকেই। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।