March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 2nd, 2023, 8:09 pm

এবার লিট ফেস্টে আইরা ও তার মা

অনলাইন ডেস্ক :

দুই বাংলার অভিনয় ব্যস্ততা আর শিশুদের জীবন-মান উন্নয়ন কার্যক্রমের বাইরে গিয়ে রাফিয়াত রশিদ মিথিলার আরেকটি ভিন্ন জগৎ আছে। যে জগতটি বেশ রোমাঞ্চকর আর অ্যাডভেঞ্জারাস। যেটা তিনি মেলে ধরেন তার পাঠকদের কাছে। ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের বই প্রকাশ করে মিথিলা এরমধ্যে বেশ প্রশংসিত হয়েছেন। কারণ, প্রথমত সিরিজটি তিনি লিখছেন শিশুদের জন্য। দ্বিতীয়ত বইটির মাধ্যমে মা ও মেয়ের মধ্যকার আন্তঃসম্পর্ক প্রকাশ পায় নিবিড়ভাবে। যা পাঠক শ্রেণীর মা-সন্তানদের সম্পর্ক উন্নয়নে প্রভাব ফেলে বলেই মনে করেন বিশ্লেষকরা। কারণ, বইটির মাধ্যমে মিথিলা তুলে ধরেন তার মেয়ে আইরার সঙ্গে ঘুরে-বেড়ানোর গল্প। নতুন খবর হলো বইয়ের পাতায় ঠাঁই পাওয়া আইরা ও তার মা এবার সরাসরি হাজির হচ্ছেন তার পাঠকদের সামনে। দেশের সবচেয়ে বড় পরিসরের আন্তর্জাতিক সাহিত্য আসর ‘ঢাকা লিট ফেস্টে’ অংশ নিচ্ছেন তারা। এমনটাই জানালেন মিথিলা। তিনি বলেন, ‘এবারের লিট ফেস্টে আমি ও আইরা গল্প পড়ে শোনাবো শিশু ও বাবা-মায়েদের। পড়া শেষে শিশুরা ও বড়রা আমাদের মা-মেয়েকে প্রশ্ন করতে পারবে, যা মনে আসে। যার মাধ্যমে, বইতে যে ভ্রমণগুলোর গল্প এখনও লেখা হয়নি, সেগুলোর কথা জানাতে পারবো আমরা। তাই নয়, শুধু যে আমরা মা-মেয়েই সারাক্ষণ গল্প করে যাবো তা নয়। মজার মজার ভ্রমণের গল্প শুনবো আগত শিশুদের কাছ থেকেও। আমি ও আইরা খুবই এক্সাইটেড এই সেশনটির জন্য।’ জানুয়ারির ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত চলবে ঢাকা লিট ফেস্ট। অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলা একাডেমিতে। ৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একাডেমির নজরুল মঞ্চে থাকবেন মিথিলা ও আইরা। আর তাদের সঙ্গে সাক্ষাত ও গল্প করতে হলে করতে হবে নিবন্ধন। নিবন্ধনের ঠিকানা www.dhakalitfest.com। এই অভিনেত্রী ঢাকা লিট ফেস্টকে বিশ্ব শিল্প-সাহিত্য নিয়ে অভিজ্ঞতা শেয়ারের অনন্য উদ্যোগ হিসেবে দেখছেন। তার ভাষায়, ‘এখানে বিশ্বের নানা দেশের নামকরা লেখক আর দরকারি ব্যক্তিত্বরা আলোচনা করতে আসেন। এমন একটি অসাধারণ প্ল্যাটফর্মে শিশু সাহিত্যটাকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন আয়োজকরা। এটা ভেবে আমি ও আইরা খুবই আনন্দিত।’ ঢাকাই টিভি নাটক দিয়ে যাত্রা হলেও মিথিলা এখন দুই বাংলার নাটক-সিনেমায় সমান ব্যস্ত ও জনপ্রিয়। এর বাইরেও তার আরেকটি বড় পরিচিতি উন্নয়নকর্মী হিসেবে। তিনি লম্বা সময় ধরে কর্মরত আছেন ব্র্যাক ইন্টারন্যাশনালের আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান হিসেবে। কাজ করছেন আফ্রিকা অঞ্চলের শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়ন নিয়ে। অভিনয় আর উন্নয়নকর্মী হিসেবে ব্যস্ততার পাশাপাশি তিনি একজন লেখকও। ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের ‘তানজানিয়ার দ্বীপে’ ও ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ নামের দুটি বই প্রকাশ করে তিনি প্রশংসিত হয়েছেন। মিথিলার পরিচিতি রয়েছে গায়িকা ও গীতিকবি হিসেবেও। ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিকাল সায়েন্স-এ মাস্টার্স শেষ করে ২০১৬ সালে ডিগ্রি নিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে। একই বিষয়ে বর্তমানে পিএইচডি করছেন ইউনিভার্সিটি অব জেনেভাতে। এদিকে ঢাকা লিট ফেস্টের আয়োজকরা জানান, চার দিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা। ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন। সেই সঙ্গে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে ব্রিটিশ কাউন্সিল। অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানতে লগইন করতে হবে www.dhakalitfest.com -এ। এবারের আয়োজনে প্রবেশের জন্য প্রয়োজন হবে টিকিটের। ২০০ এবং ৫০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। অনলাইনে এবং সশরীরে টিকিট কেনার সুযোগ থাকছে। ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।