November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 18th, 2022, 7:28 pm

এবার শিরোপা জয় করবে বার্সা: লেভানদোভস্কি

অনলাইন ডেস্ক :

সবশেষ মৌসুমটি কেটেছে হতাশায়। একটি শিরোপাও ঘরে তুলতে পারেনি বার্সেলোনা। কাতালান ক্লাবটির এবারের লিগেও শুরুটা হয়েছে পয়েন্ট হারিয়ে। তবে সমর্থকদের আশার কথা শোনালেন রবের্তো লেভানদোভস্কি। পোলিশ তারকার দৃঢ় বিশ্বাস, চলতি মৌসুমে শিরোপা জিতবে বার্সেলোনা। লা লিগায় গত মৌসুমে একটা সময় তো শীর্ষ চারে থাকাই বার্সেলোনার জন্য হয়ে উঠেছিল বেশ কঠিন। শেষ পর্যন্ত তারা মৌসুম শেষ করতে পারে দুইয়ে থেকে। লিগ শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপেও সাফল্য ধরা দেয়নি তাদের হাতে। ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে তারা। এরপর ইউরোপা লিগে তারা বিদায় নেয় কোয়ার্টার-ফাইনাল থেকে। বার্সেলোনার বিভীষিকার মৌসুমে ছিলেন না লেভানদোভস্কি। এবারের দল বদলে তাকে বায়ার্ন মিউনিখ থেকে ৪ বছরের চুক্তিতে নেয় স্প্যনিশ ক্লাবটি। লা লিগা ওয়ার্ল্ড-কে দেওয়া সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই ফুটবলার বলেন, এবার কয়েকটি ট্রফি জিতবেন তারা। “নিশ্চিতভাবেই আমাদের জন্য রোমাঞ্চকর মৌসুম হবে। সঙ্গে এটা এমন একটা মৌসুম হতে চলছে, যার শেষে বার্সেলোনার সমর্থকরা খুবই খুশি থাকবে।” “আমার মনে হয়, দীর্ঘ একটা সময় ট্রফি ছাড়া কেটেছে বার্সেলোনার। কিছু শিরোপা জেতার এখনই উপযুক্ত সময় এবং আমি নিশ্চিত আমরা সেটাই করব।” বুন্ডেসলিগায় দুর্দান্ত ফর্মে ছিলেন লেভানদোভস্কি। যেখানে ৩৭৫ ম্যাচে গোল করেন ৩৪৪টি। সাফল্যে মোড়ানো ক্লাব ক্যারিয়ারে বায়ার্নের হয়ে ৮টি বুন্ডেসলিগা, ৩টি জার্মান কাপ, ৪টি জার্মান সুপার কাপ এবং ১টি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। নতুন লিগে ভিন্ন চ্যালেঞ্জের স্বাদ নিতে বার্সেলোনায় যোগ দেন লেভানদোভস্কি। সেই পথচলায় এগিয়ে যেতে মুখিয়ে আছেন এই পোলিশ স্ট্রাইকার। “আমি প্রথম যখন জানতে পারি বার্সেলোনা আমাকে নিতে আগ্রহী, শুরু থেকেই জানতাম এটা আমার এবং ক্লাবের জন্য উপযুক্ত সময়। আমি সারা জীবন একটি লিগে খেলতে চাইনি। বুন্ডেসলিগায় ভালো ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে, লা লিগাতে যোগ দেওয়া এবং ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নেওয়ার এটাই সঠিক সময়।” “জানি, এটাই ঠিক মুহূর্ত আমার জন্য এবং বিশাল চ্যালেঞ্জও বটে, তবে আমি এর জন্য প্রস্তুত। লা লিগায় খেলা আমার জন্য সব সময়ই স্বপ্ন ছিল এবং এখন আমি বার্সেলোনায়। এখানে আসতে পেরে আমি খুবই খুশি। আমরা নতুন মৌসুমের জন্য মুখিয়ে আছি।”