November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 23rd, 2023, 10:02 pm

এবার সাতক্ষীরার কোরবানির হাট কাঁপাবে ‘হিরো সম্রাট’ ও ‘শুভরাজ’

ঈদুল আজহা আসন্ন। এর আগেই অস্ট্রেলিয়ান হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু ‘হিরো সম্রাট’ ও ‘শুভরাজ’ নামে দুইটি গরু নিয়ে হইচই পড়েছে সাতক্ষীরায়। বিশাল আকৃতির এ পশু দুইটি এবার সাতক্ষীরার কোবরানির হাটে মাঠ কাঁপাবে।

‘হিরো সম্রাট’ এর উচ্চতা- ৫ ফুট ৬ ইঞ্চি ও দৈর্ঘ্য ৮ ফুট ২ ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ মণ।

অন্যদিকে, ‘শুভরাজ’ এর উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি ও দৈর্ঘ্য ৭ ফুট ৮ ইঞ্চি এবং ওজন প্রায় ৩৫ মণ।

সম্রাটের ১৬ লাখ টাকা, আর শুভরাজের দাম হাকানো হয়েছে ১৪ লাখ টাকা।

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ঘুড্ডেরডাঙ্গী গ্রামের প্রভাষক ইয়াহইয়া তমিজী নিজ বাড়িতেই পরম যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন গরু দুটি।

পাঁচ বছর বয়সের সম্রাট ও সাড়ে চার বছর বয়সের শুভরাজকে এ বছরই কোরবানি ঈদে ছেড়ে দিতে চান তিনি।

গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে এলাকা বাসিসহ দূর-দূরান্তের মানুষ।

গরু দেখতে আসা তানজির কচি জানান, এত বড় গরু আগে কখনো দেখিনি। গরু দুটি এতোই বৃহদাকারের যে গোয়াল থেকে বের করা দায়। সারাদিন গোয়ালেই ফ্যানের বাতাসে দিন কাটে তাদের। সেই সঙ্গে রয়েছে প্রকৃতির বাতাসও।

গরুর মালিক ইয়াহইয়া তমিজী জানান, ভূষি, একাত্তরের প্রি মিক্স, সয়াবিনের খৈল আর নিজ বাড়ির টাটকা ঘাস খেয়েই বেড়ে উঠেছে সম্রাট ও শুভরাজ।

তিনি জানান, একেকটি গরুর পিছনে তার দৈনিক ব্যয় গড়ে এক হাজার টাকা। দিনে পাঁচ থেকে ছয় বার গোসল দিতে হয় তাদের।

ইয়াহইয়া তমিজী জানান, সাতক্ষীরা জেলার শ্যামনগর থেকে বাছুর অবস্থায় সম্রাট ও শুভরাজকে ১ লাখ ৭০ হাজার টাকায় কিনেছিলেন তিনি। সেই থেকে পরম যত্নে তাদের বড় করে তুলেছেন।

এক বিঘা সাত কাঠা ভিটে বাড়িতে নিজেদের বসতঘর বাদে সর্বত্রই ঘাষ চাষ করে তাদের খাওয়ানো হয়।

তিনি আরও বলেন, পবিত্র হজ পালনের জন্য গরু দুইটি পুষেছিলাম। এবারের কোরবানি ঈদে বিক্রি করতে চাই। এছাড়া গরু দুইটি বিক্রি হলে আগামী বছর হজে করব ইনশাল্লাহ।

—-ইউএনবি