অনলাইন ডেস্ক :
এভারেস্টের ‘ডেথ জোন’ নামক এলাকা থেকে এক মালয়েশিয়ান পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। নেপালি গাইড গেলজে শেরপা তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার (জুন ১) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার পাঁচশ মিটার উচ্চতায় আটকে ছিলেন ওই পর্বতারোহী। এ সময় ওই এলাকার তাপমাত্রা ছিল মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। প্রায় ছয় ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর পর্বতারোহীকে ‘ডেথ জোন’ থেকে সফলভাবে উদ্ধার করে ভূপৃষ্ঠে নামিয়ে আনেন গেলজে।
নেপালি গাইড গেলজে শেরপা জানান, ‘পর্বতারোহণ করার সময় ওই মালয়েশিয়ান পর্বতারোহীকে দড়ি আঁকড়ে ধরে থাকতে দেখি। এ সময় উনি ঠা-ায় কাঁপছিলেন। ওই এলাকার তাপমাত্রা মাঝে মাঝে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়’। এখন পর্যন্ত এভারেস্ট জয় করতে যেয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্বতারোহী আরও পাঁচজন পর্বতারোহীকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু