অনলাইন ডেস্ক :
দরজায় কড়া নাড়ছে আরো একটি ট্রান্সফার উইন্ডো। কিছুদিন আগে কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, তার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছুই পরিষ্কার নয়। ঘটতে পারে যে কোনো কিছু। সেই কথার সূত্র ধরে ফরাসি লিগ ওয়ানের ক্লাব পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানান, এমবাপ্পের সাথে চুক্তি করার সুযোগ এখনো ফুরিয়ে যায়নি। শুধু স্পোর্টিং ডিরেক্টর নয়, এমবাপ্পেকে ছাড়তে চান না তার পিএসজির সতীর্থরাও। গতকাল সোমবার ছিল এমবাপ্পের জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে এমবাপ্পের পিএসজি সতীর্থরা হাজির হয়েছিল ‘এমবাপ্পে ২০৫০’ লিখা জার্সি নিয়ে। এমন একটি ছবি ইন্সটাগ্রামে স্টোরি হিসেবেও দিয়েছেন পিএসজির ডিফেন্ডার জোয়ন বানের্ট। ছবিতে সার্জিও রামোস, আশরাফ হাকিমি, মার্কে ভেরাত্তি, কাইলর নাভাস ও অ্যান্ডের হেরেরাকেও দেখা যাচ্ছে। এদিকে, গত গ্রীষ্মে এমবাপ্পেকে নিয়ে পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার শীতল লড়াই উপভোগ করেছে ফুটবল ভক্তরা। শেষ পর্যন্ত পিএসজির দৃঢ়তার কাছে হার মানে রিয়াল। তবে এবার এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে ফের মাঠে নামবে পেরেজের নেতৃত্বাধীন বোর্ড। মোনাকো ছেড়ে ২০১৮ সালে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। এরপর থেকেই দলটির আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন। জাতীয় দলের হয়েও দুর্দান্ত তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা