April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 13th, 2022, 7:42 pm

এমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা ঘোষণা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে ৭৪তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস বিজয়ী তালিকা ঘোষণা করা হয় গত সোমবার । করোনা মহামারির কারণে গত কয়েক বছর জমকালো আয়োজন না থাকলেও এবারের আয়োজন ছিলো বেশ জমকালো। ২০২১ সালের ১ জুন থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত প্রচারিত টিভি অনুষ্ঠান থেকে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এবারের আসরে সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) হয়ে ইতিহাস গড়লেন দক্ষিণ কোরীয় সুপারস্টার লি জং-জে। ‘স্কুইড গেম’ সিরিজে অনবদ্য নৈপুণ্যের সুবাদে তাঁর হাতে উঠল এই স্বীকৃতি। এবারই প্রথম এশিয়ার কোনও অভিনেতা পুরস্কারটি জিতলেন। সর্বোচ্চ ২৫টি মনোনয়ন জেতা ‘সাকসেশন’ সেরা ড্রামা নির্বাচিত হয়েছে।
সেরা হলেন যারা
সেরা কমেডি : টেড ল্যাসো
সেরা ড্রামা : সাকসেশন
সেরা লিমিটেড সিরিজ : দ্য হোয়াইট লোটাস
সেরা অভিনেত্রী (কমেডি) : জেন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (কমেডি) : জ্যাসন সুডেইকিস (টেড ল্যাসো)
সেরা অভিনেত্রী (ড্রামা) : জেনডায়া (ইউফোরিয়া)
সেরা অভিনেতা (ড্রামা) : লি জং জে (স্কুইড গেম)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র) : অ্যামান্ডা সেফ্রাইড (দ্য ড্রপআউট)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র) : মাইকেল কেটন (ডোপসিক)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি) : শেরিল লি রালফ (অ্যাবোট এলিমেটারি)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি) : ব্রিট গেলাল্ডস্টেইন (টেড ল্যাসো)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা) : জুলিয়া গার্নার (ওজার্ক)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা) : ম্যাথিউ ম্যাকফ্যাডিয়ান (সাকসেশন)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র) : জেনিফার কোলিজ (দ্য হোয়াইট লোটাস)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র) : মারে বার্টলেট (দ্য হোয়াইট লোটাস)
ভ্যারাইটি টক সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
যে সিরিজগুলো সেরার পুরস্কার জিতল
ভ্যারাইটি স্কেচ সিরিজ : সাটারডে নাইট লাইভ
সেরা পরিচালক (কমেডি সিরিজ) : এমজে ডেলানি (টেড ল্যাসো)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ) : হোয়াং ডং-হিউক (স্কুইড গেম)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র) : মাইক হোয়াইট (দ্য হোয়াইট লোটাস)
প্রামাণ্যচিত্র অথবা নন ফিকশন : দ্য বিটলসÑগেট ব্যাক
প্রামাণ্যচিত্র অথবা নন ফিকশন স্পেশাল : জর্জ কার্লিন্স আমেরিকান ড্রিম