অনলাইন ডেস্ক :
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আগেই জানিয়েছিলেন তিনি ২৯ আগস্ট আসবেন। জামাল ঢাকায় পৌঁছাবেন ৩০ আগস্ট। অনুশীলনেও যোগ দেবেন তিনি। জামাল ছাড়াও এখনো জাতীয় দলের অনুশীলন ক্যাম্প গত রোববার সন্ধ্যা পর্যন্ত পূর্ণ হয়নি। রাতে আবাহনীর ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। ৩২ জনের মধ্যে আবাহনীর রয়েছে ৬ ফুটবলার। কলকাতায় মোহন বাগানের বিপক্ষে আবাহনী এএফসি কাপের ম্যাচ খেলতে গিয়েছিল। ম্যাচ হেরে পরদিনই ঢাকায় ফিরলেও তারা ক্যাম্পে যোগ দেননি। ছুটি নিয়েছিলেন। কারণ বসুন্ধরা কিংস যখন এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই খেলতে গিয়ে হেরে ফিরেছিলেন। তারাও ছুটি নিয়ে ২৫ আগস্ট ক্যাম্পে যোগ দেয়।
আবাহনীর ফুটবলাররা সেই সুযোগ নেয়। ছুটি কাটিয়ে যোগ দিলে জাতীয় দলের ক্যাম্প পূর্ণ হয়ে যাবে। দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা তার পরিকল্পনাও করতে পারবেন। ইনজুরিতে থাকা ডিফেন্ডার তারিক কাজী এখনো সেভাবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি। ক্যাম্পে থাকলেও তাকে নিয়ে কাজ করছেন ফিজিও। দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন তারিক কাজীকে সুস্থ হয়ে আসতে আরও সময় লাগবে।
এশিয়ান গেমস ফুটবলে আরও তিন খেলোয়াড় ঢুকছেন। এরা হলেন-রহমত মিয়া, পাপন সিং এবং হৃদয়। আবাহনীর এই ফুটবলাররা এএফসি কাপের ম্যাচ খেলতে কলকাতায় গিয়েছিলেন। ধরে নেওয়া হয়েছিল আবাহনী যদি কোয়ালিফাই করে তাহলে এদেরকে পাওয়া যাবে না। আবাহনী বিদায় নেওয়াতে এই তিন জন এশিয়ান গেমস ফুটবলে খেলার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা