এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের জায়গা নিশ্চিত না-কি অনিশ্চিত, এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নামার আগে ভীষণ চাপে ছিল বাংলাদেশ। কারণ ম্যাচটি হারলে এশিয়া কাপ থেকে বিদায়, জিতলেও রানরেট বাড়িয়ে নিতে হতো। সব চাপ সামলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বংলাদেশ।
সব সমীকরণ থেকে বোঝা যায় বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে অনুকূল অবস্থানেই রয়েছে।
কারণ এশিয়া কাপের বি গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি রয়েছে বাংলাদেশও। এখন পর্যন্ত বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। যার মধ্যে একটি জয় ও একটি পরাজয়ে দুই পয়েন্ট পেয়েছে।
বিপরীতে শ্রীলঙ্কা ও আফগানিস্তান উভয়েই একটি করে ম্যাচ খেলেছে।
এছাড়া শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে তাদের মুখোমুখি হয়ে জয়লাভ করেছিল। যেখানে আফগানিস্তান তাদের একমাত্র ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের মুখোমুখি হয়েছে।
এই গ্রুপের মূল ম্যাচটি হলো- আফগানিস্তান ও শ্রীলঙ্কার আসন্ন লড়াই। এই লড়াইয়ে আফগানিস্তান জয়ী হলে বি গ্রুপের প্রতিটি দল সমান দুই পয়েন্ট নিয়ে দাঁড়াবে।
এই পরিস্থিতিতে দলগুলোর সুপার ফোর নির্ধারিত হবে নিজ নিজ নেট রানরেট দ্বারা।
বর্তমানে শ্রীলঙ্কার রান রেট +০.৯৫১ এবং বাংলাদেশের +০.৩৭৩। যেখানে আফগানিস্তান -১.৭৮০ রান রেট নিয়ে পিছিয়ে রয়েছে।
এতে বোঝায যায়, শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধুমাত্র জয় পেলেই আফগানিস্তানের সুপার ফোরে নিশ্চিত হবে না। এজন্য তাদের রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে।
তখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে, সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করতে কী কী ব্যবধানে আফগানিস্তানকে শ্রীলঙ্কাকে হারাতে হবে?
এই প্রশ্নের উত্তর বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যার মধ্যে রয়েছে- তাদের রানের সংখ্যা এবং তারা কত ওভার খেলতে পেরেছে।
তবে, গ্রুপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা বিজয়ী হলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ উভয়েই সুপার ফোরে তাদের জায়গা নিশ্চিত করবে। আর এবারের এশিয়া কাপ ২০২৩-এ আফগানিস্তানের যাত্রা শেষ হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২