April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 6th, 2022, 8:06 pm

এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অনলাইন ডেস্ক :

আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের এশিয়ান গেমস। কিন্তু নির্দিষ্ট সময়ে তা শুরু হচ্ছেনা। শুক্রবার এক বিবৃতিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া অনির্দিষ্টকালের জন্য এ আসর স্থগিত ঘোষণা করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থগিত রাখার কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে চীনে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আসরটি স্থগিত করা হয়েছে। শুক্রবার এশিয়ান গেমসের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তীতে এই আসরের নতুন শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।’ চীনে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সরকারি বিধিনিষেধ প্রদান করা হয়েছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে।