অনলাইন ডেস্ক :
আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির বদলি হিসেবে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ হাসনাইন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তানের হয়ে খেলবেন হাসনাইন। গেল মাসে শ্রীলংকা সফরে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় ডান-হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েন আফ্রিদি। এরপর লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারেননি তিনি। সেই ইনজুরি কাল হয়ে দাঁড়ায় আফ্রিদির জন্য। ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আফ্রিদিকে। ফলে এশিয়া কাপ খেলা হবে না তার। এমনকি আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না আফ্রিদি। এ দিকে ২০২১ সালের ডিসেম্বরের পর আবারও পাকিস্তান দলে সুযোগ পেলেন হাসনাইন। এখন পর্যন্ত দেশের হয়ে ১৮টি টি-টোয়েন্টিতে ১৭ উইকেট নিয়েছেন তিনি। ২০১৯ সালে অভিষেক হওয়া হাসনাইন ৮টি ওয়ানডেতে ১২ উইকেট নিয়েছেন। বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ দ্য হানড্রেডে খেলছেন হাসনাইন। ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিবেন এই ডান-হাতি পেসার। ২৮ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান।
এশিয়া কাপে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহনেয়াজ দাহানি ও উসমান কাদির।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা