অনলাইন ডেস্ক :
প্রথম সেটে হারের পর নিজেদের সেরাটা মেলে ধরলেন দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। পরের দুই সেট জয়ের পর চতুর্থ সেটে করলেন ড্র। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে এই জুটির হাত ধরে সোনা জয়ের স্বাদ পেল বাংলাদেশ। চাইনিজ তাইপেতে রোববার রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। ‘বাই’ পেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা রুবেল-দিয়া জুটি শেষ চারে ওঠার পথে মালয়েশিয়ার বিপক্ষে জিতে ৬-২ ব্যবধানে। আর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় ৫-১ সেট পয়েন্টে। সেরা হওয়ার লড়াইয়ের শুরুতে ধাক্কা খেয়েছিল রুবেল-দিয়া জুটি। প্রথম সেটে তারা হেরে যান ৩৮-৩৬ পয়েন্টে। এরপরই লিখেন ঘুরে দাঁড়ানোর গল্প। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় সেট ৩৬-৩৫ পয়েন্টে জয়ের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ। তৃতীয় সেট ৩৭-৩৩ ব্যবধানে জিতে এগিয়ে যায় দল। চতুর্থ সেট ৩৯-৩৯ ড্র হলে ৫-৩ সেট পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা