অনলাইন ডেস্ক :
এশিয়া কাপ আর্চারি স্টেজ টু-তে তিনটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার আরও একটি ফাইনালে জায়গা করে নিয়েছেন দেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা। ইরাকের সোলেমানিয়াতে সোমবার ছেলেদের একক রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিল উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বী। তাকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে নাম লেখান রোমান। ফাইনালে উঠে উচ্ছ্বসিত টোকিও অলিম্পিকে খেলা এই আর্চার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দীর্ঘ দুই বছর এমন টুর্নামেন্টে আমি এককের ফাইনালে উঠেছি। আসলে অনেক ভালো লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। যেভাবে সবাই আমাকে সমর্থন দিয়ে গেছেন, তার জন্য সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’ ফাইনালে রোমান সানার প্রতিপক্ষ ভারতের প্রতিদ্বন্দ্বী। সেখানেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন তিনি, ‘প্রতিপক্ষের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে আমি। আশা করছি, সোনা জিততে পারবো। সবার কাছে এর জন্য দোয়া চাই। আবহাওয়া থেকে শুরু করে সবকিছু অনুকূলে থাকলে সাফল্য আসবে।’ সোনার লড়াই হবে আগামী ১১ মে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা