April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 7:54 pm

এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়, জানিয়ে দিল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে শেষ পর্যন্ত এশিয়া কাপ আয়োজনের হাল ছেড়ে দিল শ্রীলঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ নিজেদের দেশে আয়োজন করতে পারবে না লঙ্কানরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এসিসি-র তরফে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবেন না।’ শ্রীলঙ্কার বদলে এশিয়া কাপ আয়োজনে সবার আগে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের নামও আসছে। তবে কোনোটাই এখনো চূড়ান্ত নয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে এশিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘সংযুক্ত আরব আমিরাত চূড়ান্ত বিকল্প জায়গা নয়। ভারত বা অন্য কোনো দেশে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা হতে পারে। আগে শ্রীলঙ্কার কর্তারা আরব আমিরাতের কর্তাদের সঙ্গে আলোচনা করুক। শ্রীলঙ্কার প্রস্তাবে আরব আমিরাত রাজি হলে এক রকম। না হলে অন্য কোনও দেশে হবে প্রতিযোগিতা।’ আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আসরটি হওয়ার কথা। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছাই উতরে যাওয়া একটি দল।