May 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 15th, 2024, 7:50 pm

এসএসসি পরীক্ষায় বসেছে ২০ লাখ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক :

স্কুলের গণ্ডি পেরোতে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ১১ শিক্ষাবোর্ডের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। সারাদেশের ৩ হাজার ৭ শ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে প্রথম পরীক্ষা শুরু হয়; যা চলবে বেলা ১টা পর্যন্ত।

পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না এবং শুধু হল সচিবই ইন্টারনেট সংযোগ ছাড়া সাধারণ ফোন সেট ব্যবহার করতে পারবেন।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্ন কোড ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

এদিকে এসএসসি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের যে কোনো সমস্যা মোকাবিলায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।